বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কপ-২৭ ডিব্রিফিং বুধবার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১১

অনুষ্ঠিত হতে যাচ্ছে কপ-২৭ ডিব্রিফিং। আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি হলে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। অনু্ষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ১০টায়। 

ঢাকার ব্রিটিশ হাইকমিশন ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর অংশীদারিত্বে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এবং দ্য আর্থ এই অনুষ্ঠানটি আয়োজন করছে। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক।

অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, এমপি। উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফান্সের রাষ্ট্রদূত মারিয়া মাসদুপেয় ও ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট ডিরেক্টর ম্যাট ক্যানেল।

এছাড়া নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জলবায়ু কর্মী, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার ব্যক্তিরা কপ-২৭ জলবায়ু সম্মেলনের প্রাপ্তি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করবেন। 

ইত্তেফাক/এএএম