অল্প সময় ও অল্প খরচে অধিক জায়গায় ধানের চারা রোপন করা যায় হবিগঞ্জের মাধবপুরে কৃষকদের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার (রোপন যন্ত্র) ব্যবহারে আগ্রহ বাড়ছে।
কৃষক বদু মিয়া জানান, ৯ জন শ্রমিকে সারা দিনে এক একর জমি রোপন করতে পারে। প্রতি শ্রমিককে ৫০০ টাকা রোজ দিতে হয়। প্রতি একরে শুধু ধানের চারা রোপনের জন্য কৃষককে ব্যয় করতে হয় ৫ হাজার ৪০০ টাকা। আর রাইস ট্রান্সপ্লান্টারের (রোপন যন্ত্র) মাধ্যমে ধানের চারা রোপন করলে এক ঘণ্টায় এক একর জমিতে চারা রোপন করা যায় খরচ হয় মাত্র এক হাজার টাকা। একর প্রতি কৃষকের রোপন খরচ ৩,৫০০ থেকে ৪,৪০০ টাকা কম লাগে।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, মাধবপুরে বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ বছরে মাধবপুরে বোর আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯০০ হেক্টর। নতুন উচ্চ ফলনশীল বোর ধানের চাষ করছেন কৃষকরা। শ্রমিক সংকট নিরসনে কম খরচে এবং অল্প সময়ে অধিক জমিতে ধানের চারা রোপন করা যায় বলেই কৃষকদের রাইস ট্রান্সপ্লান্টারের(রোপনযন্ত্র)প্রতি আগ্রহ বাড়ছে।
তিনি জানান, এ যন্ত্র দিয়ে একজন দক্ষ শ্রমিক মাত্র এক ঘণ্টায় এক একর জমিতে ধানের চারা রোপন করতে পারবে। তবে এ পদ্ধতিতে চারা রোপনের জন্য ট্রে অথবা পলিথিন সিটের ওপর চারা উৎপাদন করতে হয়। রাইস ট্রান্সপ্লান্টারের (রোপনযন্ত্র) দাম চার লাখ টাকা। ভর্তুকির মাধ্যমে দুই লাখ টাকায় কৃষকরা এ যন্ত্র নিতে পারবেন।