সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘বীর নিবাস' পেয়ে খুশি মুক্তিযোদ্ধারা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০১

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ভোলার বোরহানউদ্দিনের ১১ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার বীর নিবাস পাচ্ছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সকাল ১০টায় ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিবাসের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সততা, আন্তরিকতা ও দূরদর্শী নেতৃত্বের কারণে আজ দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ টাকা করে এক একটি পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

এর অংশ হিসেবেই বোরহানউদ্দিনের ১১ বীর মুক্তিযোদ্ধাকে প্রথম পর্যায়ে সরকারি এসব ঘর বরাদ্দ দেওয়া হয়।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আহমেদ উল্লাহ, মুক্তিযুদ্ধা জুলফিকার আলী বলেন, সরকার যে ঘরগুলো দিচ্ছে তা অবশ্যই ভালো কাজ। এতে করে অসচ্ছল মুক্তিযোদ্ধারা তাদের মাথাগোঁজার ঠাঁই পাবেন এবং পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন বলেন, এক একটি বাড়ির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।

বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, দেশের জন্য যারা যুদ্ধ করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই এখনও অসচ্ছল। অনেকের থাকার ভালো ব্যবস্থা নেই। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘বীর নিবাস’ নামক পাকা ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। এসব ঘর পেয়ে মুক্তিযোদ্ধারা ভীষণ উপকৃত হচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,সহকারি কমিশনার ভূমি মুন্নি ইসলাম,বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর প্রধানরা।

ইত্তেফাক/আরএজে