এবার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। সম্প্রতি নিউজিল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে। এনজেড হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের কাছে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ওয়েলিংটন থেকে ৫৫ কিমি দূরে প্যারাপারমুর্টে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি এমন এক সময়ে আঘাত হানে যখন প্রবল ঘূর্ণিঝড় দেশে বিপর্যয় সৃষ্টি করেছে, যার ফলে অনেক জায়গায় বন্যা, ভূমিধ্বস ও বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
এদিকে, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এরপর সম্প্রতি ইন্দোনেশিয়া, সিকিম, আসাম ও রোমানিয়ায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে।