জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেছেন, মূলত ভাষা আন্দোলন ছিল বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সোপান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলনের পথ বেয়েই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং এই গৌরবময় মুক্তিযুদ্ধে জয়লাভের মাধ্যমে আজকের স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
ভাষাশহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেখ শহীদুল ইসলাম বলেন, বাঙালির জাতি সত্ত্বার বিকাশে ভাষা আন্দোলনের অবদান অত্যন্ত গুরুত্ব বহন করে। তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি তার স্বকীয়তা আবিষ্কার করতে পেরেছিল। এর ফলেই বাঙালির জাতিসত্তার আত্মবিকাশ এবং জাতি রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়। আজকের এই বাংলাদেশে একুশে শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে তখনি যখন আমরা এই জাতি রাষ্ট্রকে একটি শোষণহীন সমাজ, সাম্য এবং সুশাসন উপহার দিতে পারব। এই লক্ষ্য অর্জনে আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো দুর্নীতি নির্মূল করা, জনগণের মধ্যে সম্পদের সুষম বণ্টণ নিশ্চিত করা এবং ব্যক্তিত্বে বৈষম্য কমিয়ে আনা। গতকাল সকালে গুলশান ক্লাবে একুশে উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণে জেপি মহাসচিব উপরিউক্ত মন্তব্য বরেন। গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলালের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এর আগে গুলশান ক্লাবে স্থাপিত শহিদ মিনারে ক্লাবের সভাপতি ও পরিচালকমণ্ডলীর সদস্যগণ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি