শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সারা দেশে শহিদদের সশ্রদ্ধ স্মরণ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৬

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সারা দেশে শহিদদের সশ্রদ্ধ স্মরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

রাজশাহী : দিবসের প্রথম প্রহরে নগরীর কোর্ট শহিদ মিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মঈনুল ইসলাম, জেলা প্রশাসক আব্দুল জলিল প্রমুখের নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথম প্রহরে রাজশাহীর অস্থায়ী শহিদ মিনারে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং নগরীর ভুবন মোহনপার্ক শহিদ মিনারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ বিএনপির নেতৃবৃন্দ ভাষাসৈনিকদের শ্রদ্ধা জানান। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

সিলেট : শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহর থেকেই সিলেট শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড শাখার নেতৃবৃন্দ। এরপর সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়, সিলেট মহানগর পুলিশ, সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে কালো ব্যাচ ধারণ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়। পরে শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

ময়মনসিংহ : রাত ১২টা ১ মিনিটে ময়মনসিংহ শহরের শহিদ মিনার টাউন হলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ফুল দিয়ে দিবসের সূচনা করেন। এরপর সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ময়মনসিংহ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ সব শ্রেণি-পেশার মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পিরোজপুর : দিবসের প্রথম প্রহরে পিরোজপুর পৌর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আযম, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক শফিউল হক মিঠু প্রমুখ। বাদ যোহর বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল, কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। রাতে স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতি অনুষ্ঠান ও মঞ্চ নাটক।

খুলনা : একুশের প্রথম প্রহরে নগরীর শহিদ হাদিস পার্কে শহিদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন প্রমুখ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সকালে নগরভবনে সিটি করপোরেশনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

নোয়াখালী : দিবসের শুরুতে জেলা শহর মাইজদীর শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তর্বক অর্পণ করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সরকারি, আধা সরকারি দপ্তর ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে সকালে প্রভাতফেরি শেষে ভিসি প্রফেসর ড. দিদার-উল-আলমের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কুমিল্লা : কুমিল্লা টাউন হল মাঠের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় এমপি হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং পুলিশ সুপার আবদুল মান্নান।

গোপালগঞ্জ : সকাল সাড়ে ৯টায় জেলা কারাগারের শহিদ মিনারের ছবিতে ৪০০ কারাবন্দির প্রত্যেকে পৃথকভাবে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে জেলা কারাগারের সুপার মো. আল মামুন, জেলার মো. মোশফিকুর রহমান প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।

জয়পুরহাট : জেলা শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

নড়াইল : জেলা শিল্পকলা একাডেমি চত্বরের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে  নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জার পক্ষে, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, বিচার বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, নড়াইল পৌরসভা, নড়াইল প্রেসক্লাব, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মাগুরা : মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,  মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ড. বীরেন শিকদার প্রমুখ।

সিরাজগঞ্জ : দিবসের প্রথম প্রহরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাগেরহাট : বাগেরহাটে একুশের প্রথম প্রহরে জেলা ও পুলিশ প্রশাসনের পর বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেরাল উদ্দিন ও বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষে, এরপর বিভিন্ন রাজনৈতিক, ছাত্র ও যুব সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।

নাটোর : একুশের প্রথম প্রহরে শহরের কানাইখালি মাঠে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়। এ সময় নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ শহিদ মিনারে শ্রদ্ধা জানান।

নেত্রকোনা : নেত্রকোনা শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান আলো প্রজ্বালন করে দিবসের সূচনা করেন। পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রমুখ শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

মৌলভীবাজার : রাত ১২টা ১ মিনিটে স্থানীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান প্রমুখ।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা শহিদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, জাতীয় পার্টি- জেপি ও তার অঙ্গসংগঠন, বিএনপি ও তার অঙ্গসংগঠন, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাত ফেরি, সকালে সব সরকারি, বেসরকারি ভবনসমূহে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, আলোচনাসভা, শিশুদের চিত্রাঙ্কন ও বড়দের রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। সরকারি কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রাণী ধর।

এছাড়া এ সব পৃথক কর্মসূচিতে অংশ নেন জাতীয় পার্টি- জেপির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, ওসি আসিকুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সর্মী রায়, জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপির উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জাতীয় পার্টি-জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক সিকদার, জাতীয় পার্টি-জেপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, দপ্তর সম্পাদক প্রভাষক গিয়াস উদ্দিন বাবুল,  জেষ্ঠ্য নেতাদের মধ্যে মিজানুর রহমান সেন্টু, ফিরোজ আলম, আমির মল্লিক, জামাল উদ্দিন লিটন, বিএনপির জাকির হোসেন বাচ্চু সিকদার, মো. জালাল উদ্দিন সিকদার, ম. মহিউদ্দিন খান দিপু, আলমগীর হোসেন সরদার, মো. মনির আকন, ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ খান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বীরেন্দ্র নাথ বসুসহ বিভিন্ন পর্যায়ের মূল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী। এদিকে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত মজিদা বেগম মহিলা কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে কলেজে পৃথকভাবে দিবসটি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুননাহার। অন্যদিকে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পৃথকভাবে দিবসটি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান হাওলাদার। 

চরভদ্রাসন (ফরিদপুর) : চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী। এরপর ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।

মোংলা (বাগেরহাট) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলেরা। দিবসের প্রথম প্রহরে বঙ্গোপসাগরের দুবলা ও আলোরকোল চরে অবস্থান করা জেলেরা শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ জানান, প্রতিবছর বঙ্গোপসাগরের পাশে দুবলার আলোরকোলে শুঁটকি তৈরি করতে কয়েক হাজার জেলে জড়ো হন। বিভিন্ন এলাকা থেকে আসা এসব জেলের অনেকেই ভাষা দিবস কি, তা বোঝেন না। এজন্য তাদের মধ্যে মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দিতে গত বছর এখানে শহিদ মিনার তৈরি করা হয়। আর ঐ বছর থেকেই নতুন করে দুবলার চরের জেলেরা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছেন। যথাযোগ্য মর্যাদায় আমরা সবাই ভাষা শহিদদের স্মরণ করেছি। জেলেরা ফুল দেওয়া নিয়ে খুব আগ্রহ ও উত্সাহিত ছিলেন। জেলেদের পাশাপাশি এবার ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুবলা কোস্ট গার্ড এবং র্যাবের কর্মকর্তারা। দুবলার চরের জেলে তাহের শেখ, পংকজ বিশ্বাস, বোরহান উদ্দিন ও আলী আকবর জানান, ভাষা দিবস কি তা বুঝতাম না। তবে পরে জানতে পেরে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছি।

এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী ও রৌমারী, ঝালকাঠির কাঠালিয়া, চট্টগ্রামের আনোয়ারা ও পটিয়া, দিনাজপুরের নবাবগঞ্জ ও ফুলবাড়ী, টাঙ্গাইলের ভূঞাপুর ও নাগরপুর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, বিজয়নগর ও কসবা, মেহেরপুরের গাংনী, ফরিদপুরের মধুখালী ও সদরপুর, পিরোজপুরের স্বরূপকাঠি, কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর, বরিশালের আগৈলঝাড়া, সাতক্ষীরার তালা, নরসিংদীর রায়পুরা, কিশোরগঞ্জের হোসেনপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, শরীয়তপুরের নড়িয়া, পাবনার চাটমোহর উপজেলাসহ সারা দেশেই নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়।

ইত্তেফাক/ইআ