বরগুনার পাথরঘাটায় ‘ক্যাডার জনি’ নামে এক ছাত্রলীগ নেতা ও তার ভাই সৈকতের বিরুদ্ধে আলমগীর নামে এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্যাতনের এ অভিযোগ তুলেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলমগীর অভিযোগ করেন, পুকুরের পানি তার হাঁস ঘোলা করায় অকথ্য ভাষায় গালিগালাজ করে ছাত্রলীগ নেতা ‘ক্যাডার জনি’ ও তার ভাই সৈকত। পরে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাম্মেল হক চুন্নুর স্ত্রী পিয়ারা বেগম, তার মেয়ে নাফিজা আক্তার ও আলমগীরের স্ত্রী মর্জিনা বেগমকে। স্থানীয় পর্যায়ে এনিয়ে কোনো বিচার পাননি বলেও দাবি করেন।