সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্কুল-কলেজে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুব্যবস্থা থাকতে হবে: নাহিম রাজ্জাক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫০

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, স্কুল-কলেজে লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলার সুব্যবস্থা থাকতে হবে। কারণ ছাত্রছাত্রীদের লেখাপড়ার সঙ্গে শারীরিক চর্চার একটা গভীর সম্পর্ক রয়েছে। মনের জন্য বই আর শরীরের জন্য খেলাধুলা জরুরি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনটি ভেঙে নতুন করে ৪তলা ভবন করবেন করার ও বিদ্যালয়ের বাউন্ডারী করে দিবেন বলে আশ্বাস দেন। 

পুরস্কার দিচ্ছেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক। ছবি: ইত্তেফাক

তিনি আরও বলেন, দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাই আমাদের এখন থেকেই সব বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 

নাহিম রাজ্জাক বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষকদেরও পদমর্যাদার যে উন্নতি হয়েছে তাতে দেশরত্ম শেখ হাসিনার অবদান রয়েছে। তাই পুনরায় দেশরত্ম শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে দেখতে চাই। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবরসহ অনেকে।   

ইত্তেফাক/পিও