শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্ত্রীর মর্যাদার দাবিতে ২ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০১

শরীয়তপুরের ভেদরগঞ্জে স্ত্রীর মর্যাদার দাবিতে দুইদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। এসময় ওই তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার পর থেকে উধাও হয়ে গেছে প্রেমিক ও তার পরিবারের লোকজন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাচিকাটা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো কাচিকাটা কান্দি এলাকার মৃত মরন আলী লস্করের ছেলে আনোয়ার লস্করের। স্কুল থেকেই তারা একে অপরকে পছন্দ করতো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর  ওই তরুণীর পরিবার একাধিকবার বিয়ে ঠিক করলেও প্রেমিক আনোয়ার লস্কর সেই বিয়ে ভেঙে দিয়েছেন।

সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার বলেন, বিষয়টি জেনেছি। যেহেতু থানায় লিখিত অভিযোগ হয়েছে তাই আইনি জটিলতার কারণে মীমাংসা হয়নি।।

সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, মেয়েটি যদি আইনের সাহায্য চায় তাহলে তাকে আইনি সহায়তা দেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও