মুক্তিযুদ্ধ ও মুক্তচেতনা এই দুইয়ের প্রত্যয়ে আগামী প্রকাশনী যাত্রা শুরু করে প্রায় তিন হাজারের অধিক সৃজনশীল বই প্রকাশ করেছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক সর্বাধিক বই প্রকাশ করে প্রকাশনায় নতুন ধারার সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় অমর একুশে বইমেলা ২০২৩-এ আগামী প্রকাশনী থেকে ১০০টির অধিক নতুন বই প্রকাশিত হয়েছে।
আগামী প্রকাশনীর লেখক তালিকায় রয়েছেন, সর্বজন শ্রদ্ধেয় জননেত্রী শেখ হাসিনা, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, এইচ. টি. ইমাম, বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া, আবুল মাল আবদুল মুহিত, আবদুল গাফফার চৌধুরী, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমদ, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, নুরুল ইসলাম নাহিদ, নুরুল ইসলাম বিএসি, প্রফেসর সালাউদ্দিন আহমদ, ড. জিল্লুর রহমান সিদ্দিকী, ড. মযহারুল ইসলাম, ড. আলী আসগর, ড. সৈয়দ আনোয়ার হোসেন, গোলাম আকবর চৌধুরী, কর্নেল শওকত আলী, ড. হুমায়ুন আজাদ, ড. শফিক সিদ্দিক, শওকত আলী, সৈয়দ শামসুল হক, আনোয়ারা সৈয়দ হক, কবি মুহম্মদ নুরুল হুদা, মঞ্জু সরকার, রফিকুর রশীদ, ড. মুহাম্মদ সামাদ, কবি কামাল চৌধুরী, অধ্যাপিকা পান্না কায়সার, মোনায়েম সরকার, শ্যামলী নাসরীন চৌধুরী, ড. মো. আনোয়ার হোসেন, কবি তারিক সুজাত, কবি মিনার মনসুর, লেখক শান্তনু চৌধুরী, কবি পিয়াস মজিদ ও সৈয়দ জাহিদ হাসানসহ খ্যাতনামা অনেকে।
এ বছর যাদের বই প্রকাশিত হয়েছে- প্রয়াত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ড. সৈয়দ আনোয়ার হোসেন,বিচারপতি এ. এন. এম. বসির উল্লাহ, সৈয়দ শামসুল হক, আবদুল গাফ্ফার চৌধুরী, আনোয়ারা সৈয়দ হক, শওকত আলী, সলিমুল্লাহ খান,রফিকুর রশীদ, সিরাজুল ইসলাম মুনির, ড. মোহাম্মদ হাননান, দাউদ হায়দার, মঞ্জু সরকার, ড. হালিম দাদ খান, মোনায়েম সরকার, সৈয়দ মোহাম্মদ শাহেদ, ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, ড. লীনা তাপসী খান, আবিদ আনোয়ার, ড. মুকিদ চৌধুরী, ড. মুহাম্মদ সামাদ, সিরাজুদ্দীন হোসেন, বাহালুল মজনুন চুন্নু, সাইমন জাকারিয়া, সুজন বড়ুয়াসহ আরও অনেক নতুন লেখকের বই প্রকাশিত হয়েছে।
পুরস্কার: ২০২২ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিকসংখ্যক বই প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহ স্মৃতি পুরস্কার ২০২৩ লাভ করেছে।