সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আরও ১ মাস বন্ধ ঘোষণা চবি চারুকলা ইনস্টিটিউট

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউট বন্ধের ঘোষণা আরও ১ মাস বাড়ানো হয়েছে। ফলে আগামী ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এই ইনস্টিটিউট। তবে অনলাইনে  ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে। এর আগে গত ২ ফেব্রুয়ারি এক মাসের জন্য চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছিলো চবি প্রশাসন। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি চবি সিন্ডিকেটের ৫৪২ তম সভার সিদ্ধান্ত মোতাবেক গঠিত কমিটির তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অভ্যন্তরের অ্যাকাডেমিক ভবন, আবাসিক হোস্টেল, অন্যান্য অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার কাজ চলমান রয়েছে। এসব কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বন্ধের সময় আগামী ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ মার্চ পর্যন্ত ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সশরীরে সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ইনস্টিটিউটের অধীন  শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলও একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এসময় কোনো শিক্ষার্থী ইনস্টিটিউটের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না।

এর আগে শিক্ষার্থীরা গত বছরের ২ নভেম্বর ক্যাম্পাস সংস্কার ও আবাসিক হলের ব্যবস্থাসহ ২২ দাবিতে আন্দোলন শুরু করে। যা পরে মূল ক্যাম্পাসে ফেরার ১ দফা দাবিতে পরিণত হয়। প্রশাসন দাবি না মানায় ১৬ নভেম্বর চারুকলার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা । আন্দোলনের তোপে কর্তৃপক্ষকে ৭ দিনের সময় দিলে শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে ২৩ জানুয়ারি থেকে ক্লাসে ফিরে। ৩১ জানুয়ারি থেকে আবার অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। গত ২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১ মাসের জন্য চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছিলো বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

ইত্তেফাক/এবি/পিও