শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইবিতে ছাত্রী নির্যাতনে শেখ হাসিনা হলের প্রভোস্টকে অব্যাহতি

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৯:৩৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলমকে প্রভোস্ট পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাইকোর্টের সকল নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

ইতিমধ্যে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলমকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার স্থলে ড. আহসানুল হককে সাময়িকভাবে ভারপ্রাপ্তের দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে ফুলপরীর তাৎক্ষণিক অধিকতর নিরাপত্তা বিধান ও পর্যবেক্ষণ এবং যেকোনো ছাত্রী হলে তার পছন্দ মতো সিটের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/পিও