সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় শিশু নিহত, গ্রেপ্তার ২

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৭:০৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় আহত মো. আবু বক্কর নামে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও গ্রামের মাঈন উদ্দিনের ছেলে। রোববার (৫ মার্চ) বেলা ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় পুলিশের অভিযানে মো. সুন্দর আলীর ছেলে সুমন মিয়া (৩০) ও মো. আকবর আলীর ছেলে আল আমিন (২২)কে আটক করা হয়েছে। আটককৃত দু’জনকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় বাংলাবাজার ইউনিয়নের বাজারের অটোরিকশাচালক মাঈন উদ্দিনের সঙ্গে গাড়িতে যাত্রী উঠানামা নিয়ে একই ইউনিয়নের কিরনপাড়া গ্রামের মো. আল আমিনের তর্কবির্তক ও কথা কাটাকাটি হয়। একইদিন দুপুরে চালক মাঈন উদ্দিন অটোরিকশায় তার পরিবারের লোকজন নিয়ে বোগলাবাজার যাওয়ার পথে প্রতিপক্ষরা অটোরিকশা গতিরোধ করে। এবং তার স্ত্রী নুরজাহান, ছেলে আবু বক্কর, ছেলের বউ অহিদাকে মারধর করে। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। তার ছেলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার পৌনে ২টায় শিশু মো. আবু বক্করের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় থানায় চালক মাঈন উদ্দিনের ভাতিজা সাকিল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে থানা পুলিশের অভিযানে দু’জনকে গ্রেপ্তার করা হয়। 

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/পিও