শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিষয় ও গুণগত মানসম্মত বই প্রকাশের জন্য ওসমান গণি ও মিতিয়া ওসমান পুরস্কৃত

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৩:৪২

২০২২ সালে প্রকাশিত বিষয় ও গুণগত মানসম্মত বই প্রকাশের জন্য আগামী প্রকাশনীকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০২৩ এবং ২০২২ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্যে থেকে গুণগত মান বিচারে সর্বাধিক গ্রন্থের জন্য ময়ূরপঙ্খিকে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ২০২৩ প্রদান করা হয়। এই দুই ক্যাটাগরিতে যাঁরা পুরস্কৃত হয়েছেন তারা সম্পর্কে বাবা-মেয়ে। ওসমান গণি ও মিতিয়া ওসমান। একই ক্যাটাগরিতে একই মঞ্চে পুরস্কার প্রাপ্তি একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করা যায়। এজন্য পিতা-কন্যা খুবই আনন্দি ও উচ্ছ্বসিত। পুরস্কার দুটি তারা তাদের সব লেখক-পাঠকদের উৎসর্গ করেছেন।

১৯৭৮ সালে প্রকাশনা শুরু করে ‘মুক্তিযুদ্ধ আর মুক্তচেতনা, দুয়ের প্রত্যয়ে আমাদের প্রকাশনা’ এই অঙ্গিকার নিয়ে আগামী প্রকাশনী'র পথচলা ১৯৮৬ সালে। প্রকাশিত বইয়ের সংখ্যা তিন হাজারের বেশি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বাধিক বই প্রকাশ করে প্রকাশনায় এক নতুন ধারার সৃষ্টি করেছে তারা।

নতুন-নতুন লেখক-পাঠক তৈরির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রেখেছে। এই প্রকাশনার পথ ধরে অনেক গুণি লেখক পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-সম্মাননাসহ আরো অন্যান্য পুরস্কার।

উল্লেখ্য, প্রকাশনীর কর্ণধার বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি থাকাকালীন ওসমান গণি বিশ্বের সবচেয়ে বৃহত্তর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ থেকে তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। দীর্ঘ ৬ বছর তিনি ঢাকা চেম্বারের পরিচালক ছিলেন।

এদিকে, শিশুতোষ বই প্রকাশের ক্ষেত্রে ময়ূরপঙ্খি এক অনন্য নাম। ২০১৫ সালে প্রকাশনায় হাতেখড়ি নিয়ে প্রায় ২৫০টির অধিক বই প্রকাশ করেছে। প্রকাশনার গুণগত মান ও লক্ষ্য ঠিক রেখে শিশুতোষ বই প্রকাশের জন্য নিরলসভাবে কাজে করে যাচ্ছে।

ময়ূরপঙ্খির প্রকাশক মিতিয়া ওসমান তিসমা পৃথিবীর বৃহত্তর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অতিথি হিসেবে যোগ দেন ২০১৭ ও ২০২১ সালে। তিনি দক্ষিণ কোরিয়ায় পরপর দুইবার, ২০১৮ ও ২০১৯ সালে ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ২০১৯ সালে অংশগ্রহণ করেন ইন্দোনেশিয়ার সাহিত্য উৎসবেও। অন্যদিকে সারজাতে অনুষ্ঠিত ফেলোশিপ প্রোগ্রামে তিনবার অংশগ্রহণ করেন। এ ধরনের আরেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তুরস্কেও যান। ভারত সরকারের আমন্ত্রণে ২০১৮ সালে যুব সম্মিলনীতে অংশগ্রহণের মাধ্যমে ভারত সফর করেন তিনি। লন্ডন, বলোনিয়া, সিউল, ইস্তাম্বুল, শারজা, ইন্দোনেশিয়া, গুটেনবার্গসহ আরো অনেক আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/এসসি