সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ২

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১১:০১

রাজশাহীতে এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ মার্চ) নগরীর বড়বনগ্রাম এলাকা থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম সম্রাট (২৬)। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের কৃষিবিষয়ক সম্পাদক। বড়বনগ্রাম এলাকার জিল্লুর রহমানের ছেলে। তার আরেক সহযোগী কালাম (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধানিয়ালগাছি এলাকার নুর ইসলামের ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটসাইকেলের পেছনে বাধা অবস্থায় একটি ব্যাগ থেকে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ফেনসিডিল শিবগঞ্জ থেকে মোটরসাইকেলে করে কাটাখালি থানার টাংগন এলাকার মাদক ব্যবসায়ী লিটনের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। 

ছাত্রলীগ নেতার বাবা জিল্লুর রহমান বলেন, উদ্ধার করা ফেনসিডিলগুলো মাদক ব্যবসায়ী লিটনের কাছে নিয়ে যাচ্ছিল কালাম। এর আগে লিটন তার ছেলেকে ফোন দিয়ে বলে, মোটরসাইকেলে কালাম নামের এক ব্যক্তি আসছে তার সঙ্গে চলে আসো। মোটরসাইকেলে কি আছে তার ছেলে তা জানতো না। তবে তিনি স্বীকার করেন, তার ছেলে মাদকাসক্ত।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে দেখতে হবে। ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব-৫ এর ডিএডি ফকরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে- উদ্ধার করা ফেনসিডিলগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে শাহ্ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও