সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অপহরণের পর আপত্তিকর ভিডিও করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ২১:২৮

সাভারের আশুলিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের পর আপত্তিকর ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যক্তিকে। মঙ্গলবার (৭ মার্চ) আশুলিয়ার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৮ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-৪ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ জেলার বাসিন্দা মায়া খাতুন (৩৭), শিমুল বিশ্বাস (৪৩) ও  মোক্তার শেখ (৫০)। 

র‌্যাব জানায়, গত সোমবার দুপুরে আশুলিয়ার নিজ বাসা থেকে জিরাব এলাকার আত্মীয়ের বাসায় যাওয়ার পথে আক্তার আলী বিশ্বাস নামে এক ব্যক্তি অপহৃত হন। ওইদিন সন্ধ্যায় ভুক্তভোগীর ছেলে রুমন হোসাইনকে কল করে বলা হয়- তার বাবাকে আটকে রাখা হয়েছে ১ লাখ টাকা মুক্তিপণ দিলে ছেড়ে দেওয়া হবে। দ্রুত মুক্তিপণের টাকা না দিলে তার বাবার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। ঘটনার রাতেই র‌্যাব-৪ এ লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর ছেলে রুমন হোসাইন।  

অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়ার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূল হোতা ও নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ ৬টি মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়। 

র‌্যাব-৪ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তারকৃতরা ব্ল্যাক মেইলিং ও পর্নোগ্রাফির ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। অপহরণকারী চক্রের মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও