শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টাকা ফেরতের দাবিতে এনজিও’র বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২২:৩২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনিবন্ধিত এনজিও মধুমতি থেকে টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কমসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের সামনে এ কমসূচি পালিত হয়। কর্মসূচি পালন শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে কমসূচিতে নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় অনেকের হাতে মধুমতি এনজিওর পরিচালক মাসুদ রানা এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও আমানতের টাকা ফেরতের দাবি সম্বলিত প্লাকার্ড দেখা গেছে। এ সময় অংশগ্রহণকারীরা গ্রাহকের টাকা ফেরত না দিয়ে হয়রানির শিকারের প্রতিবাদে মধুমতি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অনেক কষ্টে অর্জিত আমানতের টাকা ফেরতের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

অবস্থান কমসূচিতে অংশগ্রহণকারী তরিকুল ইসলাম জানান, তিনি অনেক কষ্ট করে দিনমজুরের কাজ করে ৪ লাখ টাকা আমানত রেখে সে টাকা পাচ্ছেন না। তিনি দ্রুত টাকা ফেরতের দাবি জানান। 

অংশগ্রহণ মমিন জানান, আমাদের কষ্টের টাকা মেরে দিয়ে অস্ত্র মামলায় জেলে অসুস্থতার ভান করে আরাম-আয়েশে থাকা মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ভুক্তভোগী রুবেল হক মধুমতিসহ একের পর এক এনজিও মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে থাকায় প্রশাসনকে এসব এনজিওগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। 

মানববন্ধন শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি দেন ভুক্তভোগীরা। 

উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, আমি মধুমতি এনজিওর বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে স্বাক্ষাৎ করে হিসাব-নিকাশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব এবং আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব। যাতে করে গ্রাহকেরা তাদের নায্য টাকা ফেরত পায়।  

ইত্তেফাক/পিও