রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেটে আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ শিক্ষার্থী। শনিবার (১১ মার্চ) রাত ১১ টার দিকে রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় শনিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ৮৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাকিব নামের একজন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুকুল হোসেন গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন। চিকিৎসা নিয়েছেন শতাধিক। আহতদের মধ্যে এলাকাবাসীও রয়েছেন।
এছাড়া সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনিসুর রহমানসহ বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় উপাচার্য হ্যান্ড মাইক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের প্রতি অনুরোধ, হলে ফিরে যাও। তোমাদের জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। রুমে যাও তোমরা। এ ঘটনায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’
এদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করে রাখে। ফলে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ১১টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি রাত ৩টার দিকে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়।
গতকাল শনিবার (১১ মার্চ) বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সিটে বসা ও ভাড়া নিয়ে সুপারভাইজার ও চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। সন্ধ্যা ৬টার দিকে বিনোদপুর বাজারে বাসের চালক ও সুপারের সাথে পুনরায় বাকবিতণ্ডায় স্থানীয়রা জড়ালে তাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত হয়।