মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ কারাগারে

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৯:১২

পটুয়াখালীর কলাপাড়ার ৪র্থ শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে একই গ্রামের দেলোয়ার তালুকদার (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১১মার্চ) দুপুরে ডালবুগঞ্জের বরকোতিয়া গ্রামে দেলোয়ার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর বাড়িতে ঢোকেন। এসময় শিশুটির বাবা মা বাড়িতে না থাকায় খালি ঘরে সুযোগ বুঝে তাকে বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টা চালায় দেলোয়ার। পরে শিশুটি চিৎকার দিলে দ্রুত ঘর থেকে বেড়িয়ে যায় সে।  

পরে ঘটনার পরপরই ঐ শিশু শিক্ষার্থীর মা বাদি হয়ে দেলোয়ার তালুকদাকে অভিযুক্ত করে মহিপুর থানায় অভিযোগ করে। রাতেই অভিযুক্ত দেলোয়ার তালুকদার কে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো:আবুল খায়ের বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং তাৎক্ষণিক মামলা দায়েরের ৬ ঘণ্টার মাথায় আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

ইত্তেফাক/এসসি