শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

চামড়ার জুতার যত্ন

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২০:৩৮

চামড়ার জুতার দাম বিবেচনায় এর যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। চামড়ার জুতা খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে। বিশেষত এই গরমে নানা কারণে জুতোর ভেতর দুর্গন্ধ থেকে শুরু করে চামড়া ফেটে যাওয়ার ফলে আপনার জুতো ভীষণ নাজুক অবস্থানে চলে যেতে পারে। এই অবস্থায় জুতোর যত্নে যা করতে পারেন: 

  • পানি চামড়ার জুতোর অন্যতম প্রধান শত্রু। সারাদিন কাজের চাপে পানি লেগে যেতেই পারে। রাস্তায় জমে থাকা পানি থেকে সমস্যা বাড়ে বেশি। সেক্ষেত্রে দ্রুত টিস্যু না খবরের কাগজ দিয়ে পানি শুষে নেওয়ার ব্যবস্থা নিন।
  • জুতোর ভেতর পানি ঢুকলে ফ্যানের নিচে না দিয়ে ভেতরে খবরের কাগজ ঢুকান। খবরের কাগজ সব পানি শুষে নিবে। ভেতরে স্যাঁতস্যাঁতে ভাব থাকে যদি সরাসরি ভেজা জুতো রোদে দেন। তাই প্রথমে পানি যতটা সম্ভব নিষ্কাশন করে রোদে শুকিয়ে নিন।
  • জুতো পরিষ্কারের বিশেষ এক ধরনের ব্রাশ পাওয়া যায়। এই নরম ব্রাশ বা কাপড় ব্যবহার করুন। ভেজা জুতো পরিষ্কার করার ক্ষেত্রে বাড়তি চাপ দিবেন না। এভাবে জুতোর ক্ষতি হয়।

  • জুতো বাক্সবন্দি না রেখে খোলামেলা জায়গায় রাখুন। এভাবে জুতো কদিন পরপর পরিষ্কার করার বিষয়েও মনোযোগ রাখতে পারবেন।
  • জুতো ঘন ঘন পলিশ করলে জুতার টেক্সচারের ক্ষতি হয়। চামড়ার জুতোর ক্ষেত্রে ক্রিম পলিশ করুন। তবে ঘন ঘন করবেন না।
  • জুতো দ্রুত শুকাতে হলে সরাসরি রোদে দেবেন না। এমন করলে জুতার চামড়া কুঁচকে যেতে পারে। সাধারণ তাপমাত্রায় জুতো শুকোনোর চেষ্টা করুন।
  • জুতোর ওপর ধুলোবালি জমলে তা পরিষ্কারের জন্য অনেকে ভেজা কাপড় ব্যবহার করেন। তবে জোরে ঘষাঘষি করে অনেকে জুতোর রঙটাই দেন নষ্ট করে। এমনটা করবেন না। নরম কাপড় দিয়ে জুতো পরিষ্কার করতে পারেন। সেটা বরং ভালো। 
ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন