মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

যুক্তরাষ্ট্রে দেউলিয়া হলো আরো এক ব্যাংক

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৩:২০

যুক্তরাষ্ট্রে মাত্র তিন দিনের ব্যবধানে দেউলিয়া হলো দুটি ব্যাংক। সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) পর রবিবার নিউ ইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। এসভিবির মতো সিগনেচার ব্যাংকের গচ্ছিত অর্থ এবং নথিপত্র অধিগ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের দ্য ফেডারেল ডিপোজিট ইনসিওরেন্স করপোরেশন (এফডিআইসি)। সিগনেচার ব্যাংকের সম্পদের মূল্যমান ১১০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বছরের শেষদিকে ব্যাংকটির আমানত ছিল ৮৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। এদিকে মার্কিন প্রশাসন এসভিবির গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছে, গ্রাহক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সোমবার থেকেই তাদের অর্থ তুলতে পারবে। বন্ধ হওয়া সিগনেচার ব্যাংকের গ্রাহকরাও একই সুবিধা পাবে।

এদিকে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থাকে নিরাপদ বলে দাবি করেছেন। এক ভাষণে তিনি বলেছেন, করদাতারা কোনোভাবেই ক্ষতির সম্মুখীন হবেন না। এসভিবির বিপর্যয়ের জন্য যারা দায়ী, তাদের শাস্তি হবে, প্রত্যেককে জবাবদিহি করতে হবে। খবর সিএনএন ও বিবিসির।  

২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক মন্দার পর যুক্তরাষ্ট্রে ব্যাংকের বন্ধ হওয়াকে এই ব্যবস্থায় সবচেয়ে বড় ব্যর্থতা বলা হচ্ছে। প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলোতে বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ সঞ্চয় করেছিল সিলিকন ভ্যালি ব্যাংক। যুক্তরাষ্ট্রের বন্ডেও এই ব্যাংক বিনিয়োগ করেছিল। কিন্তু মুদ্রাস্ফীতির হার কমাতে ফেডারেল রিজার্ভ গত বছর সুদের হার বাড়াতে শুরু করে, যার ফলে বন্ডের দর কমে যায়। স্টার্টআপগুলোও করোনা মহামারির পর থেকে ক্রমে দুর্বল হয়ে পড়ে। এসব কারণে ব্যাংক থেকে গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থ তুলে নিতে শুরু করে। গ্রাহকদের অর্থের জোগান দিতে ব্যাংক কর্তৃপক্ষকে নিজেদের শেয়ার বিক্রি করতে হয়। কিছু দিন আগেই সিলিকন ভ্যালি ব্যাংকের পক্ষ থেকে যে পরিসংখ্যান দেখানো হয়েছিল, তাতে বলা হয় ব্যাংকটি গত কয়েক দিনে প্রায় ২০০ কোটি ডলার হারিয়েছে। ফলে ব্যাংকের বিপর্যয় এক প্রকার নিশ্চিত হয়ে পড়ে। একই পরিণতি হলো সিগনেচার ব্যাংকেরও।

এদিকে জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি নিরাপদ। করদাতাদের কোনো লোকসান হবে না। এজন্য আমরা সবকিছু করব। দেউলিয়া হওয়া এসব ব্যাংকের পরিচালকদের বরখাস্ত করা হবে। 

অন্যদিকে ব্যাংকগুলোর গ্রাহকদের চাহিদা মেটাতে বাড়তি অর্থের জোগান দেওয়ার কথা ঘোষণা করেছে মার্কিন ফেডারেল রিজার্ভ। ফেডারেল ডিপোজিট ইনসিওরেন্স করপোরেশনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের ব্যাংকিং ব্যবস্থার ওপর গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

 

ইত্তেফাক/ইআ