রাজবাড়ীর পাংশায় প্রায় ৭ কেজি ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। এ সময় ইউপি সদস্যসহ ৩ সোনা চোরাকারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন উপজেলার হাজরাপাড়া এলাকার শুকুর আলীর ছেলে সাত্তার শেখ (৩৩), বড় বনগ্রাম এলাকার খালেক বিশ্বাসের ছেলে নাহিদুল ইসলাম (১৯) ও কুষ্টিয়ার ওসমানপুর এলাকার মৃত আয়েন উদ্দিনের ছেলে ইউপি সদস্য জহুরুল ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এসআই তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের টহল দল থানায় ফেরার সময় উপজেলার চাদপুর এলাকা পৌঁছালে তাদেরকে দেখে পালানোর চেষ্টা করে দুই মোটরসাইকেল আরোহী। এ সময় তাদের গতিরোধ করে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনা পাচারের কথা স্বীকার করে।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সোনার বারসহ আটক ৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, আটক নাহিদের জুতায় মোড়ানো ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ৭ কেজি ৩০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।