শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সাভারে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:৩৭

সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে লেগুনা শ্রমিক ও স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

সোমবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে আশুলিয়ার গৌরিপুর, চারাবাগ ও কুমকুমারি এলাকায় এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এনামুল হাসান ও মোয়াইমিনুর রহমান জিম মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে আসার পথে গৌরিপুর এলাকায় পেছন থেকে একটি লেগুনা ধাক্কা দেয়। এতে দুই শিক্ষার্থীর সঙ্গে চালকের বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় লেগুনার শ্রমিক তাদের মারধর করে। কিছুক্ষণ পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তাদেরকেও লাঠিসোটা ও লোহার পাইপ দিয়ে মারধর করা হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপর রাত ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শতাধিক দোকানপাট ভাঙচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল বলেন, দুই শিক্ষার্থীকে একটি লেগুনা চাপা দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা উত্তেজিত হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

আশুলিয়া থানার এসআই হাসিব সিকদার বলেন, লেগুনার সঙ্গে শিক্ষার্থীর মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কুমকুমারি ও চারাবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও