বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কৃত্রিম ফুলেও সুবাসিত ঘর

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২২:২৮

ভ্যাপসা গরমে বাড়ির পরিবেশ নির্মল রাখতে পারলে একটু আরাম পাওয়া যায়। সেক্ষেত্রে ঘরে সুবাস রাখতে পারলে তো ভালো। সে কাজটাও সহজেই করা যেতে পারে। ফুল ব্যবহার করুন। কিন্তু অনেকেরই ফুলে আছে অ্যালার্জি। সেক্ষেত্রে তাদের তো আর ফুল ব্যবহার করার সুযোগ নেই। কিন্তু ফুল রাখতে পারলে দেখতেও ভালো লাগে এবং ঘরেও সুবাস থাকে। সেজন্য কয়েকটি ভালো পদ্ধতি অনুসরণ করা যেতেই পারে। এই যেমন -

সময় বুঝে ব্যবস্থা
কৃত্রিম ফুল দিয়ে ঘর সাজিয়ে নেওয়ার পর সুবাসের নিয়ন্ত্রণটা আপনার হাতেই আসতে পারে। ডিফিউজার, মোমবাতি বা অন্য কোনো পণ্য ব্যবহারে সুবাস নিশ্চিত করা যায়। সেক্ষেত্রে কোন সময় ব্যবহার করবেন এই নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসে। এক্ষেত্রে মোমবাতি ব্যবহার করা যেতে পারে। আজকাল অনেকেই মোমবাতি ব্যবহার করেন। কারণ সন্ধ্যার পর মোমবাতি দিয়ে ঘরকে সহজেই মোহিত করা যায়। 

ডিফিউজার
আজকাল বাজারে রিড ডিফিউজার পাওয়া যায়। রিড ডিফিউজারে এসেনশিয়াল অয়েলের বোতল এবং কিছু বাঁশের কাঠিও থাকে। বোতলের ভেতর ঢুকিয়ে সহজেই বানানো যায় সুগন্ধি। বাঁশের কাঠি আছে বলেই তো রিড ডিফিউজার। 

হিউমিডিফায়ার
আজকাল কিছু হিউমিডিফায়ারেও ডিফিউজার থাকে। গরমে হিউমিডিফায়ার একটা কিনে নিতে পারলে সহজেই ব্যবস্থা করতে পারবেন। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন