শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

অনলাইনে কেনা যাবে আয়ারল্যান্ড সিরিজের টিকিট

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৪:২৪

সিলেটে ১৮ মার্চ এক দিনের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। শুরু থেকেই এই সিরিজের টিকিট অনলাইনে কাটতে পারবেন দর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ঘোষণা অনুষ্ঠানে তানভীর আহমেদ টিটু বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইট থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে।’ 

আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮ মার্চ ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে সিরিজের বাকী দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। এরপর চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি। সবশেষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ এপ্রিল শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। 

 
 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন