চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট কলেজ সঙ্গে লাগানো হালদা পয়েন্ট থেকে বালু উত্তোলনের অপরাধে রোববার (১২ মার্চ) দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা প্রাপ্তরা হলেন উপজেলার নাজিরহাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে অভিযুক্ত ব্যবসায়ী মো. মানিক এবং একই উপজেলার মন্দাকিনী এলাকার আব্দুল মিয়ার ছেলে হাসান মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম জানান, রোববার রাত ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত এ অভিযান চালিয়ে অবৈধভাবে হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া উক্ত পয়েন্ট থেকে আট ট্রাক বালু জব্দ করে সন্ধ্যার দিকে ফরহাদাবাদ সেইফ হোমে পাঠিয়ে দেওয়া হয়।
হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও শাহিদুল আলম।
উক্ত অভিযানে সহযোগিতা করেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলম ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।