বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ওভেন পরিষ্কারের সহজ উপায়

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪:৩৪

বর্তমান সময়ে মাইক্রোওয়েভ ওভেন খুবই গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রনিক্স পণ্য। রান্না করা থেকে শুরু করে খাবার গরম , এমনকি বাহারি পদ তৈরি করতে যে কোন সচ্ছল মানুষের কাছে মাইক্রোওয়েভ ওভেন এর জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে।

তবে শুধু ব্যবহার করলেই হয়না সঠিক নিয়মে পরিষ্কারের অভাবে মাইক্রোওয়েভ ওভেন অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই জেনে নেই ঘরের মূল্যবান এই ইলেকট্রনিক্স আসবাব পরিষ্কারের  সহজ কিছু পদ্ধতি-

  • মাইক্রোওয়েভের দাগ দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এর জন্য বেকিং সোডায় পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ওভেনের দাগের উপর লাগিয়ে  ৫-১০ মিনিট পর স্পঞ্জ দিয়ে দাগ ঘষে  ওভেনের দাগ তুলে নিতে পারেন।
  • মাইক্রোওয়েভ পরিষ্কার করতে লেবুর রস বা সাদা ভিনেগারও ব্যবহার করতে পারেন। তবে মাথায় রাখবেন সরাসরি ওভেনে ভিনেগার লাগানো যাবেনা। এক্ষেত্রে প্রথমে কাপড়ে ভিনেগার নিয়ে মাইক্রোওয়েভ পরিষ্কার করে নিন।

  • ওভেন পরিষ্কার করতে একটি কাপড় বা কাগজও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কাগজ বা কাপড় রোল করে মাইক্রোওয়েভে রেখে ১-২ মিনিটের জন্য মাইক্রোওয়েভ চালু করুন। এরপর একই কাগজ বা কাপড় দিয়ে ওভেন মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে।
  • মাইক্রোওয়েভ পরিষ্কারের সময় প্লাগ খুলে ফেলতে ভুলবেন না, অনেকেই তাড়াহুড়ো করে প্লাগটি সরাতে ভুলে যায়। এই ভুলে বিদ্যুৎস্পৃষ্টও হতে পারেন।
ইত্তেফাক/পিএস/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন