বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

রাশিয়া যাচ্ছেন শি 

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৪:১০

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন। আজ শুক্রবার(১৭ মার্চ) বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, "রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে,চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০ থেকে ২২ মার্চ রাশিয়ায় একটি রাষ্ট্রীয় সফর করবেন।"

সম্প্রতি ইউক্রেনে সংঘাত নিরসনে শান্তি প্রস্তাব দেয় চীন। তবে চীনের এই প্রস্তাবের প্রশংসা পুতিন করলেও যুক্তরাষ্ট্র এতে বেজায় নাখোশ। তাই অনেকে এখন ধারণা করছেন, সংঘাত বন্ধের মধ্যস্ততা করতেই কী শি পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। 

তবে এই নিয়ে এখন পর্যন্ত উভয় দেশের পক্ষ থেকেই বিস্তারিত কিছু বলা হয়নি।

ইত্তেফাক/এফএস/এসআর