বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

চ্যাম্পিয়ন্স লিগ

কোয়ার্টারে চেলসিকে পেলো রিয়াল

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮:৩৯

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এখন নেমে এসেছে আট দলে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের নিওনে এই ড্র অনুষ্ঠিত হয়।

কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব চেলসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে  বায়ার্ন মিউনিখের। এছাড়া প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা নাপোলি লড়বে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে।

আর পর্তুগিজ ক্লাব বেনফিকা মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের। এবার কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১১ ও ১২ এপ্রিল। ফিরতি লেগ মাঠে গড়াবে ১৯ ও ২০ এপ্রিল। 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লাইনআপ:

রিয়াল মাদ্রিদ বনাম চেলসি

বেনফিকা বনাম ইন্টার মিলান

ম্যানচেস্টার সিটি বনাম বায়ার্ন মিউনিখ

এসি মিলান বনাম নাপোলি

ইত্তেফাক/জেডএইচ