কিশোরগঞ্জের ভৈরবে ২৫ কেজি গাঁজা ও ৫৭৫ পিস ইয়াবা ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ মার্চ) ভোরে উপজেলার নাটালের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১৪।
এরা হলো রিপন মিয়া, রূপন মিয়া, রুবেল মিয়া ও ফালান মিয়া। তাদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার আশেরা ফান্ডাইল গ্রামে।
র্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, আসামিরা দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এর অংশ হিসেবে শনিবার ভোরে তারা মাদকসহ প্রাইভেট কার নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় তাদের আটক করে তল্লাশি চালালে গাঁজা ও ইয়াবাগুলো পাওয়া যায়।
এ ব্যাপারে ভৈরব থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।