বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

জেলার শ্রেষ্ঠ থানা মহিপুর ও শ্রেষ্ঠ ওসি আবুল খায়ের

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭:৪৯

পটুয়াখালী জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানা ও শ্রেষ্ঠ ওসি মহিপুর থানার ওসি খোন্দকার মো:আবুল খায়েরকে নির্বাচিত করা হয়েছে।

(১৯ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় ভালো পারফর্মেন্সের পুরস্কার হিসেবে মহিপুর  থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। এসময় অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের এর হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম ।

এছাড়াও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন  মহিপুর থানার এসআই মোঃ আবু হানিফ ফরাজী।

জানাগেছে মহিপুর থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোড়দার করায় গত ফেব্রুয়ারি মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে পটুয়াখালী জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানাকে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহম্মদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাজেদুল ইসলাম সজল সহ জেলার সার্কেল অফিসার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।

ইত্তেফাক/এসসি