রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গরমে ফার্নিচারের যত্ন

আপডেট : ২১ মার্চ ২০২৩, ২২:৩০

ঘরের আসবাবের যত্ন নেওয়ার ব্যাপারে আলসেমি কাজ করাটাই স্বাভাবিক। মেঝেটা ঝাড়ু দেয়া আর দেয়ালের ঝুল পরিষ্কারে সীমাবদ্ধ থাকা আমরাই  আফসোস করি যখন আসবাবে কোনো দাগ কিংবা ফাটল দেখা দেয়। অপরিষ্কার হলেও মেহমানদের সামনে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেজন্য আপনাকে আলসেমি ঝেড়ে নিয়মিত আসবাবের যত্নে মনোযোগ দিতে হবে। সে বিষয়ে আমাদের কার্যকর পরামর্শগুলো অনুসরণ করতে পারেন। 

ধুলো ঝাড়ার কাজে মনোযোগ বাড়ান

গরমের দিনে ধুলো আর বালুকণা একটি বড় সমস্যা। উষ্ণ বাতাসে রোদের সঙ্গে ভেসে আসা ধুলোবালি পড়ে আসবাবের ওপর। আসবাবে থাকা কাপড় কিংবা আসবাবের ওপর ধুলো জমে থাকলে এবং নিয়মিত তা সাফ না করলে আসবাবের রঙ ফিকে হয়ে যায়। ধুলো পড়া মানেই আসবাবের ক্ষতি। তাই কাঠের আসবাব কিংবা সোফার ফোম ঝাড়ার আলাদা একটি ব্রাশ রাখবেন সঙ্গে। 

পরিষ্কার করার বিষয়ে জানুন

আপনার আসবাব কি ধরনের সে বিষয়ে ধারণা আছে কি? আপনি কি পরিষ্কার করছেন তা যদি না জানেন তাহলে পরিষ্কার করার কাজটিও সহজ হবে না। তাই আসবাব কিভাবে পরিষ্কার করছেন সেটি জানতে হলে আসবাবের ধরন সম্পর্কেও ধারণা রাখতে হবে। 

পরিষ্কার করার সরঞ্জামাদি রাখুন

কাঠের আসবাব পরিষ্কার করার সরঞ্জাম একরকম। আবার প্লাইউড বা রেসিনের আসবাবের পরিষ্কার করার সরঞ্জাম আলাদা। স্টিলের আসবাবের ক্ষেত্রেও ভিন্ন রুট নিতে হবে। ঘরের আসবাব সম্পর্কে ধারণা নিয়ে সরঞ্জামাদি রাখুন। 

সপ্তাহে একদিন ভালোভাবে সাফ করুন

সপ্তাহে অন্তত একদিন আসবাব পরিষ্কার করার জন্য প্রস্তুতি রাখুন। ভালোভাবে সাফ করে নিন আপনার আসবাব। কোনা বা আসবাবের সবচেয়ে সংকীর্ণ জায়গাটিও বাদ দিবেন না। 

দেয়ালের সঙ্গে লাগোয়া নয়

অনেকে আসবাব জায়গা করতে গিয়ে গাদাগাদি করে ফেলেন। এমনটা করবেন না। গাদাগাদি করে আসবাব রাখলে আসবাবের ক্ষতি হয়। আর গরমে ধুলোও বেশি জমে এমন জায়গায় যা বাড়ির পরিবেশও অস্বাস্থ্যকর করে তোলে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন