শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জুভেন্টাসের বিপক্ষে হার ইন্টারের, শিরোপার দিকে আরেকটু এগোলো নাপোলি

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৫:৪৬

ফিলিপ কোস্টিচের একমাত্র গোলে সিরি'তে ইন্টার মিলানকে হারিয়েছে জুভেন্টাস। ইন্টারের হারের দিন আরেক ম্যাচে তুরিনোকে ৪-০ গেলে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে থাকা নাপোলি শিরোপার দিকে এগিয়ে গেছে আরেকটু। 

সার্বিয়ান উইঙ্গার কোস্টিচ সান সিরোতে কাউন্টার অ্যাটাক থেকে ২২ মিনিটে জয়সূচক গোলটি করেন। মৌসুমে এটি তার তৃতীয় গোল। ইন্টার অবশ্য আদ্রিয়েন রাবিওটের হ্যান্ডবলের কারণে গোলটি বাতিলেরে আবেদন জানিয়েছিলো।

ইন্টার কোচ সিমোনে ইনজাঘি ম্যাচ শেষে বলেছেন, ভিএআর যুগে এই ধরনের গোল দেওয়াটা সত্যিই মেনে নেওয়া যায় না। রেফারির এই সিদ্ধান্তে অনেকটাই হতবাক হয়ে গিয়েছে পুরো দল। ভিএআর কর্মকর্তারা অবশ্য বেশ কিছু সময় নিয়েছে গোলটি উপহার দিতে। সুস্পষ্ট কোন ইমেজে হ্যান্ডবল ধরা পড়েনি। এই জয়ে সপ্তম স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট এখন ৪১, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে তারা আর মাত্র ৭ পয়েন্ট দূরে রয়েছে।
 
ম্যাচ শেষে জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন, ‘রেফারির সিদ্ধান্ত অবশ্যই মেনে নেওয়া উচিৎ।’

এদিকে নাপোলির লিগ শিরোপা নিশ্চিতে আর মাত্র ১৫ পয়েন্ট দরকার। এমনকি দ্বিতীয় স্থানে লাজিও যদি বাকি থাকা ১১ ম্যাচেই জয়ী হয় তারপরও নাপোলিকে ধরতে পারবে না। অনিয়মের কারণে পয়েন্ট কাটা না গেলে জুভেন্টাস এখনো নাপোলির থেকে ১৫ পয়েন্ট দূরে থাকতো।

ম্যাচ শেষের ৭ মিনিট আগে ইনজুরির কারণে ফেডেরিকো কিয়েসার মাঠ ত্যাগ ছিল কাল জুভেন্টাসের একমাত্র দুঃশ্চিন্তার বিষয়। স্টপেজ টাইমের শেষ মুহূর্তে লিয়ান্দ্রো প্যারাদেসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ডানিলো ডি’অ্যাম্ব্রোসিও, ফলে দুজনকেই লাল কার্ড দেখতে হয়েছে।
 
তুরিনোতে জোড়া গোল করেছেন নাপোলির ইনফর্ম স্ট্রাইকার ভিক্টর ওশিমেন। দুই অর্ধের দুটো গোলই এসেছে হেড থেকে। এর মাধ্যমে ওশিমেনের গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। ৩৫ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কাভিটা কাভারাটসখেইলা। মৌসুমে এটি তার ১৪তম গোল। এছাড়া ৬৮ মিনিটে কাভারাটসখেইলার অ্যাসিস্টে নাপোলির হয়ে চতুর্থ গোলটি করেছেন টানগাই এনডোম্বেলে।

ইত্তেফাক/এসএস