সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এসি কেনার আগে দেখে নিন কয়েকটি সুবিধা

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৩:১৭

গরমে এসি কেনার কথা ভাবেন অনেকেই। বাজারে এখন অনেক ধরনের ও অনেক দামের এসি পাওয়া যায়। তবে এসি কেনার সময় দাম নিয়ে না ভেবে কয়েকটি সুবিধার কথা আগে ভাবুন। আমরা মূলত চারটি সুবিধার কথা ভাবতে পারি।

ডাস্ট ফিল্টার
গরমে ঘরে ধুলোবালি হয় বেশি। বদ্ধ কক্ষেও ধুলোবালি প্রবেশ করে সমস্যা তৈরি করতে পারে। সেজন্য এসি কেনার সময় ডাস্ট ফিল্টারের কথা মাথায় রাখতে হবে। ডাস্ট ফিল্টার ঘরের ভেতর কোনো বালুকণা দূর করতে সাহায্য করে।

রিমোট কন্ট্রোল
স্মার্ট রিমোট কন্ট্রোল প্রযুক্তি আজকাল সব এসিতেই থাকে। তবে রিমোট থাকলেই শুধু হবে না। ওই রিমোট দিয়ে আপনি বাড়তি কি সুবিধা পাচ্ছেন  তা-ও দেখা জরুরি। 

ব্যাকটেরিয়াল ফিল্টার
ঘরের ভেতর জীবাণু বাতাসবাহিত হয়ে আসতে পারে। ঠান্ডা, কাশি, ইনফ্লুয়েঞ্জা, কোভিডসহ আরও রোগ হওয়ার ঝুঁকি থাকে। সেজন্যই এসিতে ব্যাকটেরিয়াল ফিল্টার আছে কি-না দেখে নিন। 

ইনিভার্টার প্রযুক্তি
ইনভার্টার প্রযুক্তি থাকলে বিদ্যুৎ কম খরচ হয়। বাজারে কমদামে নন-ইনভার্টার এসি পাওয়া যায়। তবে বিদ্যুৎ খরচ যে আসলে কত বড় হ্যাপো তা অনেকেই বোঝেন না। তাই কেনার আগে এটি দেখেই মডেল বাছুন। 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন