সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইল ডিভিশন। প্রতিষ্ঠানটি তাদের কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। সঙ্গে পদ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে প্যাটার্ন, ডেনিম ও নন-ডেনিম সংক্রান্ত বিষয়ে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর ডুবালিপাড়া ভালুকা, ময়মনসিংহ জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১০ এপ্রিল, ২০২৩