চলতি মাসের শেষের দিকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বাংলাদেশ থেকে এবার আইপিএলে দল পেয়েছে তিন ক্রিকেটার। সাকিব-লিটনের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে খেলার জন্য অনাপত্তি পত্র চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করে।
অন্যদিকে ৪ এপ্রিল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ। টেস্ট দলে মুস্তাফিজ না থাকায় আইপিএল খেলতে সমস্যা নেই মুস্তাফিজের। তবে জাতীয় দলের খেলা থাকায় শুরুতেই ছাড়পত্র পাচ্ছেন না সাকিব-লিটন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'আইপিএলে যখন নাকি নিলামে ডাকা হয় তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখন খেলতে পারবে। আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। ওটা জেনেই তাদেরকে আইপিএলের নিলামে নিয়েছে, সিম্পল। এরপর আর কোনো কিছু পরিবর্তন হলে আমরাই আপনাদেরকে বলব। আপাতত আর তো কোনো পরিবর্তন আসে নাই। কাজেই যেটা ছিল সেটাই আছে।'
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই সাকিব-লিটনকে আইপিএলে যেতে হবে তা পরিষ্কার করেন পাপন। তিনি আরও বলেন, 'না থাকার তো আমি কোনো অপশনই দেখি না। আমার কথা হচ্ছে এটা যদি এমন হতো তাদেরকে বলেছি আমরা ভেবে চিন্তে দেখতেও পারি। এই ধরণের কোনো অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে তাহলে একটা সন্দেহ থাকত, আমরা তো ক্লিয়ারকাট বলেই দিয়েছি। কাজেই আমরা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তেই আছি, সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না সত্যি কথা বলতে।'