সাভারে সন্ত্রাসী ও চাঁদাবাদীরা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীন এনএফভিআই শপিং কমপ্লেক্স (অন্ধ মার্কেট) দখল চেষ্টা ও ব্যবসায়ীদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্য ও মার্কেটের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে সাভার বাসস্ট্যান্ডের বিরুলিয়া-সাভার সড়কে মার্কেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে দৃষ্টি প্রতিবন্ধী ও ব্যবসায়ীরা। মানববন্ধন প্রায় তিন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী এবং তাদের পরিবারের সদস্যরাও অংশ নেয়।
এদিকে এ মানববন্ধন চলাকালে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালালে ১০জন অন্ধ আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বেলাল হোসেন মনা নামের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
আয়োজিত মানববন্ধন থেকে ব্যবসায়ীরা জানান, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীন তিন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী মিলে মার্কেটটি পরিচালনা করে আসছেন। সম্প্রতি স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয়দারকারী পাভেল আহম্মেদের নেতৃত্বে আব্দুল ছালাম ফরাজী, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আনোয়ার হোসেন, বেলাল উদ্দিন মনা, রিপন মিয়া, হারুন অর রশিদ, ইজ্জত আলী, হেলাল, মো. ইব্রাহিম বাবু ও জলিল জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীন এনএফভিআই শপিং কমপ্লেক্স (অন্ধ মার্কেট) দখলের পায়তারা করছে। কয়েক মাস আগে পাভেল আহম্মেদ ও আব্দুল ছালাম ফরাজী মিলে মার্কেটের দুই তলায় একটি দোকান ভাড়া নিয়ে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে এবং মার্কেটের দোকানদারদের মাসিক ভাড়া তাদের কাছে দিতে বলে। এ ঘটনার প্রতিবাদ জানালে উক্ত সন্ত্রাসীরা একাধিক ব্যবসায়ীকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। এছাড়া গত ১১ জানুয়ারি মার্কেটের কর্মচারী হাসানকে তাদের ভাড়া অফিসে ডেকে নিয়ে মারধর করে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হলে পুলিশ সন্ত্রাসী পাভেলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জামিনে বের হয়ে তারা পুনরায় মার্কেটটি দখলের চেষ্টা চালায়।
বুধবার মানববন্ধন চলাকালে পাভেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী অন্ধদের উপর হামলা চালালে ১০ জন আহত হয়। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে থেকে বেলাল হোসেন মনা নামের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
মানববন্ধন থেকে বক্তারা সন্ত্রাসী পাভেলসহ তার বাহীনীর হাত থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের মার্কেটটি রক্ষাসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।