সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আজকে সাকিবের জন্মদিন জানতাম না: পাপন

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২১:১৩

আজ বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন। আর বিশেষ এ দিনেই নিজের নামে ক্যানসার ফাউন্ডেশন উদ্বোধন করলেন এই অলরাউন্ডার। শুক্রবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন করেন সাকিব।

সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের জন্মদিন প্রসঙ্গে পাপন বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সাকিবের জন্মদিন। আমি জানতাম না। এটা একটা বড় দিন। আমার জানা উচিত ছিল কিন্তু আমি জানতাম না। এমন একটা দিনে এ ধরনের প্রোগ্রাম আমি মনে করি এর চেয়ে ভালো দিন আর হতে পারে না।’

এরপর সাকিবের ক্যানসার ফাউন্ডেশনে ওষুধ দিয়ে সহায়তার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ‘আমি এটাই বলবো সাকিবের এই উদ্যোগটা একটা মহতী উদ্যোগ। যেখানে যা লাগে, যে কোনো সময় অবশ্যই আমাদের সাহায্য থাকবে। একটা সুবিধা আছে আমি আবার ওষুধ শিল্প সমিতিরও সভাপতি। যারা ওষুধ বানাচ্ছি বাংলাদেশে, তারা সাকিবের এই প্রতিষ্ঠানকে যখন যা দরকার সাহায্য করবে। আমার তরফ থেকে এটার সঙ্গে যারা যারা জড়িত সবাই পূর্ণ সমর্থন সবসময় পাবে।’

 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন