শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২১:৪৫

বরিশালের গৌরনদীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাকাই বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন আল মামুন (৪২), আব্বাস হাওলাদার (৪৪), লিখন মুন্সি (২৬), নাসির উদ্দিন তালুকদার (৪০) ও এমদাদুল হক শেখ (৪২)। তাদের সবার বাড়ি মাদারীপুরে।

জানা যায়, গ্রেপ্তার ৫ জন সাংবাদিক পরিচয়ে বৃহস্পতিবার বিকালে বাকাই বাজারের মুসলিম সুইট, ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার, বিসমিল্লাহ মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে অপরিষ্কার ও নোংরা থাকার অভিযোগ তোলে। এ সময় তারা দোকানের ছবি ও ভিডিও ধারণ করে তা মিডিয়ায় প্রচার করার হুমকি দেয় দোকান মালিকদের। তবে ৬ হাজার টাকা দিলে তা প্রচার করবে না। 

একইভাবে তারা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক তরুলক্ষ নাথ নাগের বাড়িতে ঢুকে নিজেদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দাবি করে তার জমির কাগজপত্র দেখতে চায়। ওই শিক্ষক কাগজপত্র দেখালে তা সঠিক নয় দাবি করে তারা শিক্ষকের কাছে ৫ হাজার টাকা দাবি করে। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে এসআই মো. শাহজাহান তাদের গ্রেপ্তার করে।

মুসলিম সুইটসের মালিক মো. নাহিদ হাসান মাতুব্বর বলেন, তারা গত বছর বাজারে এসে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে এভাবে টাকা তুলে নিয়ে গিয়েছিল। তখন তিনি তাদেরকে ১২০০ টাকা দিয়েছিলেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, মো. নাহিদ হাসান মাতুব্বর নামে একজন বাদী হয়ে সাংবাদিক নামধারী ৫ চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও