শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মোফাসসাল এর নৃত্য শৈল্পিকতা

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৯:২১

একটা গণ্ডি বা স্টেরিওটাইপ ভাঙ্গতে ভালো লাগা, নতুন বা আধুনিক কিছু করার চেষ্টা। ছোটবেলা থেকেই গ্রামের যাত্রাপালা থেকে টিভি-ভিসিডিতে নাচ দেখা। নিজের অজান্তেই নাচটা এসে ভর করেছিলো তার উপর। মুম্বাই থেকে বিশেষভাবে ব্যালেট,কন্টেম্পোরারি, জ্যাজ, বলিউড, অ্যাফ্রো, হাই হিলস ইত্যাদি  নৃত্যধারার উপর নিয়েছেন প্রশিক্ষন।

সেই সাথে শরীরের বিভিন্ন কসরত ফুটিয়ে তুলতে নিয়েছেন অ্যারিয়েল সিল্ক/হুপ অ্যাক্টের প্রশিক্ষণ। যা ঝুলি ঝুলি করতে হয়। এখানে বডি ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রেন্থ এর অনেক বেশী দরকার হয়। এসবই আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে। এছাড়াও  তারকাখ্যাতি পাওয়া বেশ কিছু  আন্তর্জাতিক নৃত্যশিল্পীদের দেখেও হয়েছেন অনুপ্রাণিত। বলছি মোফাসসাল আলিফের কথা।

পুরুষের অন্য পেশার মতো নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া স্বস্তিদ্বায়ক কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ তথা পুরুষশাসিত দেশগুলোর অবস্থা এটাই। নাচ হলো একটা আর্ট এখানে জেন্ডার দিয়ে সব ভাবলে হবেনা, শিল্পটা কে বুঝতে হবে। যতদিন নাচ মানেই মেয়েরা কোমর দোলাবে এই ধারণা থাকবে, ততোদিন এই শিল্পের বিকাশ হবেনা। আদি থেকেই পৃথিবীর নাচের সব বড় বড় গুরুরা হলো ছেলে। তাই এই আধুনিক সময়ে এসে এইসব চিন্তা ভাবানা করা উচিত না। 

নৃত্যের সৌন্দর্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন, প্রত্যেকটা নাচের নিজস্ব শৈলী/ধারা আছে। সেইটা সঠিকভাবে শিখতে হবে তারপর এক্সপ্লোর। আমি যা বলতে চাই/দেখাতে চাই সেটা যেনো সময়োপযোগী ভাবে নিজে অনুভব করে দর্শকদেরকে পৌছাতে পারি সেটাই। ভবিষ্যতে নাচ এবং কোরেওগ্রাফিতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই এবং বাংলাদেশকে বিশ্বের বুক তুলে ধরতে চাই। এজন্য আমার ভালো ডেডিকেটেড এবং পরিশ্রমি নাচের ছেলেমেয়ে দরকার যদিও বাংলাদেশে এটার অনেক অভাব কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি।  ফুল ফ্রী স্কলারশিপ দিয়েও প্রশিক্ষন চালিয়ে যাচ্ছি।

একজন ছেলের জন্য নৃত্তের মাধ্যমে ক্যারিয়ার গড়াটা ভুল কিছু নয় জানিয়ে মোফাসসাল আলিফ বলেন আমাদের দেশে এটা একটু কঠিন কারণ প্রপার প্ল্যাটফর্ম এবং যোগ্যতার মূল্যায়ন কম। কিন্তু কাজ জানা থাকলে এবং লেগে থাকলে সাফল্য আসবেই। অন্যসব দেশে যেখানে ২ বছর লাগে আমাদের দেশে হয়তো১০ বছর লাগবে। দুই বছর হলো দেশে ফিরে টিম নিয়ে কাজ করছি প্রচুর সাড়া পাচ্ছি, স্টেজ, ফিল্ম সহ অন্যান্য সেক্টরের অনেক বড় বড় ইভেন্টে কাজ করছি। এভাবেই এগিয়ে যেতে চাই।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন