সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফেদেরার–রোনালদোর কথা চুপচাপ শুনতে চান কোহলি

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২০:৫০

বর্তমান সময়ে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের একজন ভারতের বিরাট কোহলি। শুক্রবার (৩১ মার্চ) থেকে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছে এই তারকা ক্রিকেটার। কোহলির দুই প্রিয় খেলোয়াড় হলো তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও টেনিস তারকা রজার ফেদেরার।   

ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোজার ফেদেরার।

এবারের আইপিএলকে সামনে রেখে সমর্থকদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আরসিবি বোল্ড ডায়েরিজ’ নামের একটি ভিডিও অনুষ্ঠান চালু করেছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই অনুষ্ঠানে কোহলিকে প্রশ্ন করা হয় ফেদেরার ও রোনালদোর সঙ্গে এক টেবিলে বসে ডিনার করার সুযোগ পেলে তাদের সঙ্গে কি কথা বলতেন।

এমন প্রশ্নে কোহলি বলেন, ‘তাদের (রোনালদো-ফেদেরার) সামনে পেলে আমি আসলে চুপ করে থাকতাম। সত্যি বলছি। তাদের আলোচনার সঙ্গে নতুন করে কিছু যোগ করার থাকত না আমার। আমি শুধু তাদের কথাই শুনতাম। আমি খেলাধুলার ইতিহাসের অন্যতম দুই সেরা তারকার প্রতি মুগ্ধ থাকতাম।’

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন