মাকড়শা প্রায় প্রতিটি বাড়িতেই আছে। শীতের সময় এসব পোকামাকড় খুব একটা দেখা যায় না। গরমের সুযোগেই ঘরের কোনায় ঠাই গেড়ে নেয়। এই মাকড়শা দেখে ঘরের গিন্নি থেকে শুরু করে বাচ্চারাও আতঙ্কিত। তাছাড়া মাকড়শার জাল তো ঘরের দেয়ালের সৌন্দর্যে বিঘ্ন ঘটাচ্ছেই। সেজন্য ঘরোয়া টোটকায় মাকড়শা দূর করা জরুরি। কিন্তু সেটা কিভাবে করবেন? ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে করা যেতে পারে কিন্তু সেখানেও দেখা যাবে মাকড়শা মেঝেতে পড়ে তাড়া করছে আপনাকে। ঐ বিদঘুটে পরিস্থিতিতে না পড়াই সুখপ্রদ।
পুদিনা পাতার স্প্রে
মাকড়শা পুদিনা পাতার ঘ্রাণ সহ্য করতে পারে না। সেজন্য পুদিনা পাতা পানিতে সেদ্ধ করে নিন এবং পানিটি বোতলে ভরে নিন। যেসব জায়গায় মাকড়শা বেশি সেসব জায়গায় স্প্রে করে দিন। দেখবেন মাকড়শা পালাবে।
পাতিলেবু
মাকড়শার উৎপাত যেখানে বেশি সে আঁশটে জায়গায় লেবুর রস ঘষে দিন। আবার লেবুর রস মাকড়শার জাল হয় এমন জায়গায় স্প্রে করে দিলেও কাজ হবে। লেবুর রসও মাকড়শা তাড়াতে কার্যকর।
অ্যাসেনশিয়াল অয়েল
পিপারমিন্ট তেলের গন্ধ মাকড়শার সহ্য হয় না। তাছাড়া ল্যাভেন্ডার, রোজ, টি ট্রির মতো অ্যাসেনশিয়াল অয়েলও বাড়িতে ছড়িয়ে দিলে মাকড়শাসহ অন্যান্য গরমের পতঙ্গের উৎপাত কমবে।
হোয়াইট ভিনিগার
একটু খরুচে পদ্ধতি হলেও অনেক কার্যকরী পদ্ধতি এটি। পুদিনা পাতার থেকেও হোয়াইট ভিনিগারের গন্ধ মাকড়শার বেশি অপছন্দ। ভিনিগারের সঙ্গে পানি মিশিয়ে মাকড়শার জাল হয় এমন জায়গায় স্প্রে করে দিন। মাকড়শা পালাবে।