দর্শনা রেলগেট থেকে সাড়ে ৪ কেজি (২২টি সোনার বার ও মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির টহলদল। বিজিবির উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। আটক আসামি দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারক পাড়ার রাজ্জাক খানের ছেলে সাইদ খান (৪০)।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে গোপন খবর পেয়ে মহাসড়কের উথলি নামক এলাকায় টহলদল অপেক্ষা করছিল। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে ডাউন দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি মোটরসাইকেলের পিছু নিয়ে দর্শনা রেলগেটের কাছে তাকে আটক করে। পরে তার মোটরসাইকেলের ছিটের নিচ থেকে ২২টি সোনার বার উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন বিজিবি-৫৮ অধিনায়ক লেঃ কর্নেল মাদুদ পারভেজ রানা জানান, আটক সোনার বাজার মূল্য ৩ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার ১৩৫ টাকা ধরে দর্শনা থানায় মামলা করা হয়েছে।