বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দর্শনা সীমান্তে ৮ সোনার বারসহ আটক ১

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৬:৫৭

চুয়াডাঙ্গার মহেষপুর বিজিবির টহলদল কেরু চিনিকল গেটের সামনে থেকে ৮ সোনার বারসহ চাদপুর সদর থানার গুজরাগাটি গ্রামের আমির হোসেনের ছেলে সুলতান আলিকে (৪২) আটক করেছে। বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে দর্শনা বাসস্টান্ড থেকে তাকে আটক করা হয়। 
 
মহেষপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, সকালে গোপন খবর পেয়ে বিজিবির টহলদল দর্শনা বাসস্টান্ডে অপেক্ষা করছিল। এ সময় বিজিবি দেখে ঐ ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে তাড়িয়ে চিনিকল গেটের সামনে থেকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৮ সোনার বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা। 

মহেষপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, দর্শনা থানায় মামলার পর মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে।

ইত্তেফাক/পিও