চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (১২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
একই আদেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহজাহানকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
প্রসঙ্গত, রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বর্তমানে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান গোলাম সাদেক পহেলা মার্চ ২০২৩ পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।