শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ইমোবিল

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১১:৫০

সড়ক দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইতালিয়ান সিরি’আর ক্লাব লাৎসিওর অধিনায়ক চিরো ইমোবিল। রোমে তার ব্যক্তিগত গাড়ির  সঙ্গে ট্রামের সংঘর্ষে পিঠে এবং পাঁজরে আঘাত পাওয়া ইতালীয় এই স্ট্রাইকার এখন পর্যবেক্ষণে রয়েছেন বলে নিশ্চিত করেছে তার ক্লাব কর্তৃপক্ষ।
 
ইতালীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজ ও ছবিতে দেখা যায় রোববার (১৬ এপ্রিল) সকালে ইমোবিল তার দুই কন্যাকে নিয়ে রোমে ভ্রমনের সময় তার ল্যান্ড রোভার গাড়িটি পিয়াজা ডেলে সিঙ্ক জিওরনেট ও পন্টে মাত্তেরি সংযোগ স্থলে একটি ট্রামের সঙ্গে ধাক্কা খায়।  

এর পরই ইমোবিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । লাৎসিও নিশ্চিত করেছে যে তাদের ৩৩ বছর বয়সী এই অধিনায়কের পাঁজর ও পিঠে আঘাত লেগেছে। এখনো তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, লাৎসিওর মেডিকেল স্টাফরা জানিয়েছেন দূর্ঘটনায় ইমোবিলের মেরুদন্ড মচকে গেছে। এছাড়া পাঁজরের ডান পাশের ১১তম হাড় ভেঙ্গে গেছে। আপাতত তার শারিরিক অবস্থা কিছুটা ভালো।’

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন