শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভারতে পাচারের সময় ৩ কেজি সোনাসহ আটক ২ 

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ২০:১৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৭টি সোনার বার উদ্ধার ও ২ জন পাচারকারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে সীমান্তবর্তী বাকোশপোতা এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে। 

আটককৃত সোনা পাচারকারিরা হলেন কালীগঞ্জ উপজেলা কাদিরকোল গ্রামের মনোয়ার হোসেনের ছেলে  রুহুল আমিন (৩২) ও মো. আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (২৬ )। 

বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে নেপার মোড় হয়ে ভারতে পাচারের জন্য একটি সোনার চালান সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ গোপান খবর পেয়ে উপজেলার বাকোশপোতা নামক স্থানে চেকপোস্ট বসায় বিজিবি। তখন দুটি মোটরসাইকেল সীমান্তের দিকে যেতে দেখে গতিরোধ করে বিজিবি টহল দল। সন্দেহ হলে রুহুল আমীন ও সাইফুল ইসলামকে আটক করা হয়। রুহুলের দেহ তল্লাশি করলে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৭ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ১৩৯ গ্রাম। মূল্য দুই কোটি ৫৬ লাখ ৩৮ হাজার টাকা। বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দিয়ে আটককৃতদের সোপর্দ করা হয়েছে। আর উদ্ধারকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে। 

ইত্তেফাক/পিও