বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভারতে আট ব্যাংকের লাইসেন্স বাতিল

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৩:১৫

ভারতে ২০২২-২০২৩ অর্থ বছরে আটটি ব্যাংকের লাইসেন্স বাতিল ও ১১৪টি ব্যাংককে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এসব ব্যাংক বেশ কিছুদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল। যে ৮টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলো হলো মুধল কো-অপারেটিভ ব্যাঙ্ক, মিল্লাথ কো-অপারেটিভ ব্যাঙ্ক, রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক, ডেকান কো-অপারেটিভ ব্যাঙ্ক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক ও বাবাজি ডেট নারী আরবান ব্যাঙ্ক।

মুধল কো-অপারেটিভ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) মতে, পর্যাপ্ত মূলধনের অভাব, নিয়ন্ত্রক আইনের অধীনে বিধিবদ্ধ নিয়মগুলো মেনে চলতে ব্যর্থতা এবং ভবিষ্যতে উপার্জনের সম্ভাবনার অভাবের কারণে এই ব্যাঙ্কগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে।

এর আগের অর্থবছরে আরবিআই একইভাবে ১২টি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছিল। এছাড়া, ১১৪টি ব্যাংককে ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। কিন্তু এর মধ্যে আটটি ব্যাংক জরিমানা দিয়েও তাদের কার্যক্রম পরিবর্তন করতে পারেনি।

রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক

আর তাই ২০২২-২০২৩ অর্থ বছরে ওই আটটি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়। আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কগুলোকে প্রথমে জরিমানা দিয়ে সতর্ক করা হয়। তবে নিয়ম না মানলে লাইসেন্স বাতিল করা হবে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও জানিয়েছে, কোনো ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হলে গ্রাহকরা ব্যাঙ্ক থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা তুলতে পারবেন। এর চেয়ে বেশি টাকা হলে উত্তোলন করা খুব কঠিন। অন্যদিকে, কোনো ব্যাংককে জরিমানা করা হলে গ্রাহকদের ওপর কোনো প্রভাব পড়ে না। গ্রাহকরা আগের মতোই টাকা জমা বা উত্তোলন করতে পারবেন।

ইত্তেফাক/ডিএস