সোমালিয়ায় সশস্ত্র সংগঠন আল-শাবাবের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় আরব নিউজ।
দেশটির প্রত্যন্ত অঞ্চলে আল-শাবাবের একটি আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সংঘর্ষে আল-শাবাবের ১৮ জন সদস্য এবং তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেনা কর্মকর্তা জেনারেল মোঃ. আহাম্মদ তারেদিশো জানান, শনিবার (২২ এপ্রিল) ভোরে মাসাগাওয়ে শহরে আল-শাবাবের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়।
জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে আল-শাবাবের যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়। আল-শাবাব সোমালিয়াকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য বছরের পর বছর ধরে লড়াই করে আসছে।