শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঐক্যবদ্ধ থাকলে কেউই অধিকার ছিনিয়ে নিতে পারবে না: আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০৪ মে ২০২৩, ২১:৩০

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কেউই মানুষের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। যে কোনোভাবে এলাকার শান্তি-শৃঙ্খলা, বসবাসের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে। আমাদের স্বাভাবিক জীবনযাপন বিনষ্ট করে তাদের জনগণ দমন করবে। 

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেশে নির্বাচন হবেই। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সব অস্থিরতা-অনিশ্চয়তা দূর হবে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছি। সমাজে যেসব হানাহানি, দ্বন্দ্ব-সংঘাত মাথাচাড়া দেয় সেগুলো ধৈর্য্যের সঙ্গে প্রতিহত করতে হবে। উস্কানিমূলক শ্লোগান অথবা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। এতে কোনো ধরনের সহিংস তৎপরতা হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যা বড় ধরনের বিপর্যয়ে ঘটাতে পারে। আমরা ভাণ্ডারিয়াবাসী সঠিক অবস্থানে আছি এবং এ অবস্থা ধরে রাখতে চাই। 

বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। ছবি: ইত্তেফাক

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহর এবং জনগণের ওপর নির্ভর করে দেশ পরিচালনা করেন। তাকে আমাদের অনুসরণ করতে হবে। যে পর্যন্ত আমি বেঁচে আছি আল্লাহ রহমতে আমাদের কেউ ঠেকাতে পারবে না। আমরা আল্লাহ কাছে নিয়ামত চাই। ভাণ্ডারিয়ার সঙ্গে দু’একটি উপজেলার অবশ্যই তফাৎ রয়েছে। এ অবস্থা আমাদের ধরে রাখতে হবে। দ্বন্দ্ব-সংঘাত পরিহার করে এক হয়ে থাকতে হবে।  মনে রাখতে হবে আমরা সবাই পরষ্পরের আত্মীয় এবং সুখ-দুঃখের সাথী। ৩৮ বছরে কোনো সহিংসতা করতে দেওয়া হয়নি। সম্প্রতি ভাণ্ডারিয়ায় ইফতার মহফিলসহ ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে। যা রোজার মাসে ইহুদীদের প্যালেস্টাইনের নাগরিকদের ওপর হামলার শামিল।    

আনোয়ার হোসেন বলেন, রাজনীতি আর ঠিকাদারি এক নয়। যারা রাজনীতি করবেন তাদের ঠিকাদারি থেকে দূরে থাকতে হবে। ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকতে হবে। যারা সমাজের স্বাভাবিক অবস্থা নষ্ট করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। নির্বাচনের সময় এসব হামলাকারী পালিয়ে যাবে। আল্লাহর এবং জনগণের ওপর আস্থা রেখে চলি বলেই দীর্ঘ ৩৮ বছর ধরে মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে আছি। আল্লাহর ইচ্ছায় যতদিন বেঁচে থাকব ততদিন আমাদের এই অবস্থান থেকে কেউ হটাতে পারবে না। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেপির উপজেলা কমিটির নির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান ও জেপির উপজেলা সহসভাপতি মজিবুর রহমান চৌধুরী, উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম খোকন সিকদার, পৌর কাউন্সিল আব্দুল কাদের হাওলাদার, জেপি নেতা মিজানুর রহমান সেন্টু মোল্লা, জেপি নেতা রেজা আহমেদ দুলাল, জামাল উদ্দিন লিটন, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভি জোমাদ্দার, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশীদ সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি’র আহ্বায়ক মনির সরদার, পৌর যুব সংহতির সদস্য সচিব সাইদুল ইসলাম মুন্সি, ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক মাহবুব শরীফ শুভসহ আরও অনেকে।

ইত্তেফাক/এবি/পিও